বাংলাতেই রয়েছে সিকিমের একটু ছোঁয়া – পুরুলিয়ার অযোধ্যা পাহাড়
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPaadW7-55coViPTClVa-ehqKiOmxdZFoYqVKzdz2HFdFFPFY094imKzBuZVPmkkZpF22zqGqYwGste1WCWtAzyhKMtIKliW6mUPT9TNCaVJDd3ELEWQSBQC59OGuRpnR-4ZuSfnkd7UB-Glce_SG_1wxFzP1ZMYQJyGP-Z_akxN09wR7jSFPnOVccHc3G/s320/images%20(7).jpeg)
শাল, পিয়াল, মহুয়ায় ঘেরা অযোধ্যা পাহাড়। অপূর্ব তার সৌন্দর্য্য। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এর অবস্থান। চারিদিকে পাহাড় ঘেরা একটি ছোট্ট মালভূমি। ছোটনাগপুর মালভূমির পূর্বদিকটাই অযোধ্যা পাহাড়। ভারি সুন্দর এই পাহাড়। সর্বোচ্চ উচ্চতা ৭১২ মিটার। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই অযোধ্যাকে। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা যে কত সুন্দর তা এই অযোধ্যা পাহাড় না দেখলে বোঝা যাবে না। বাঙালী হয়ে বাঙলার এই সৌন্দর্য্য এক বার নয় বার বার আমাদের উপভোগ করার মত। শীতের মরসুমে সপ্তাহের শেষে দুটি দিন আমরা ঘুরে আসতেই পারি। চলুন যাত্রা শুরু করি অযোধ্যার উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড়ে ওঠার সময় কয়েকটা বাঁক ঘোরার পরেই নিচে লোহারিয়া ড্যাম। কয়েক মিটার ওঠার পরেই বাঁ দিকে লোয়ার ড্যাম। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের মাঝে নীল জল। ভারি সুন্দর। পাহাড়ের ওপরে পিপিএসপি (পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রোজেক্ট – PPSP) এর দুটি ড্যাম। লোয়ার ও আপার ড্যাম। বাংলাতেই রয়েছে সিকিমের একটু ছোঁয়া – পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বাংলাব্লগ.ইন নিজস্ব প্রতিবেদন · September 20,2024 শাল, পিয়াল, মহুয়ায় ঘেরা অযোধ্যা পাহাড়। অপূর্ব তার সৌন্দর্য্য। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এ...